আসসালামু আলাইকুম, আমি
সাদেকুর রহমান রাফি
গ্রাফিক ডিজাইনার, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এমাজন মার্কেটার, উদ্যোক্তা, আইটি ইন্সট্রাকটর
মাধবপুর আমার নিজের থানা হলেও পড়াশোনা ও ক্যারিয়ারের তাগিদে ২০০৮ সাল থেকেই আমি ঢাকাতে বসবাস করছি। পড়াশোনা শেষ করে ২০১৪ সালে উন্নতমানের প্রযুক্তি শিক্ষার লক্ষে ঢাকা মালিবাগে প্রতিষ্ঠা করি “ডিজাইনটেক আইটি ইন্সটিটিউট”। প্রায় ৩৫০০+ প্রশিক্ষণার্থীদের আইটি প্রশিক্ষণ দেয়া আমার প্রতিষ্ঠান ডিজাইনটেক কে আমি এবার নিয়ে এসেছি আমার নিজ থানা মাধবপুরে। যেহেতু ইন্টারনেটের প্রসার এখন প্রায় প্রতিটি গ্রামের ঘরে ঘরে পৌছে গেছে তাই আমার লক্ষ্য আমার নিজ এলাকার তরুনদের আইটি উদ্যোক্তা হিসেবে তৈরীতে সহায়তা করা। নিজের ১২ বছরের অভিজ্ঞতা, কষ্টকর সেই পথচলা ও আজকের সফলতার গল্পটুকু ছড়িয়ে দিতে চাই এই প্রজন্মের কাছে।