Design Tech IT Institute

আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থতার মূল কারন হিসেবে আমি মনে করি সঠিক গাইডলাইনের অভাবকে। প্রেক্ষাপট টা এমন হয়েছে, দক্ষতা-অদক্ষতাকে মূল্যায়ন না করেই সবাই হুমড়ি খেয়ে পড়ছে এই সেক্টরে। আসলে এই সেক্টরে সফলতর মূল নিয়ামক হলো দক্ষতা। তাই অর্থ নয়, দক্ষতার পেছনেই ছুটতে হবে এবং নিজেকে উজাড় করে দিতে হবে।

এছাড়াও অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের সদিচ্ছাও এর পেছনে কারন হিসেবে কাজ করছে। অভিজ্ঞদের ভিতর তিন’টি অংশ আছে, একটি অংশ নতুনদের ক্যারিয়ার গড়তে সাহায্য করে। আরকেটি অংশ নতুনদের পুঁজি করে তাদের ব্যবস্যা করে! তৃতীয় অংশটি কম সময়ে অনলাইন থেকে প্রচুর পরিমানে আয়ের স্বপ্ন দেখায় এবং কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে বাটপারি করে!

তাই নতুনদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে, আগে জানুন অনলাইন থেকে আয়ের ভিতরের রহস্য কি! কিভাবে সম্ভব? কি কি উপায়ে সম্ভব? কতটুকু সম্ভব? এর জন্য কি আপনাকে টাকা-পয়সা খরচ করতে হবে? আদৌ সম্ভব কি না! আপনার দ্বারা কি এটা সম্ভব? অনেক প্রশ্ন আছে, তার উত্তরও অনেক! তাই এগুলো আগে জানতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে।