
কোন কোম্পানী বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কোন কাজ করাকে ফ্রিল্যান্সিং (Freelancing) বলা হয় এবং যারা এধরনের মুক্ত পেশায় যুক্ত তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার (Freelancer)। সহজভাবে বললে, ফ্রিল্যান্সিং মানে অন্য কারো দ্বারা নিযুক্ত না হয়ে একটি স্বাধীন কোম্পানি হিসাবে কাজ করা। ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সার, বা ফ্রিল্যান্স কর্মী, সাধারণত এমন একজন ব্যক্তির জন্য ব্যবহৃত শব্দ যা স্ব-নিযুক্ত এবং কোনো নির্দিষ্ট নিয়োগকর্তার কাছে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধ নয়।
ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কী?
আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং একে অপরের সাথে কানেক্টেড, কিন্তু এক নয়। Freelancing এবং Outsourcing এর মাঝে বিশাল পার্থক্য বিদ্যমান। Outsourcing শব্দটি Out এবং Source শব্দ থেকে এসেছে। যার অর্থ বাইরের কোনো সোর্স। বর্তমান মার্কেটের ভাষায় বললে স্থায়ী কর্মীদের বাইরের কোনো জায়গা বা ফ্রিল্যান্সার থেকে কাজ করে নেওয়াই হলো আউটসোর্সিং। অর্থাৎ, ফ্রিল্যান্সিং যেমন ফ্রিল্যান্সারদের জন্য ব্যবহৃত শব্দ, তেমনি ফ্রিল্যান্স কাজ প্রদানকারীদের জন্য আউটসোর্সিং শব্দ।
ধরুন, আপনি ওয়েব ডেভেলপমেন্টে পারদর্শী একজন ফ্রিল্যান্সার। প্রতিবর্তন একটি নতুন ওয়েবসাইট তৈরি করার জন্য নিজের ওয়েব ডেভেলপারদের বাইরে আপনাকে কাজটি করতে দিলো (আউটসোর্স কন্ট্রাক্টর)। তাহলে এখানে আপনি ফ্রিল্যান্সিং কাজ করছেন। অন্যদিকে, প্রতিবর্তন আউটসোর্সিং করছে। অর্থাৎ, টিমের বাইরে গিয়ে নতুন কোনো কর্মী না নিয়ে শুধুমাত্র এই কাজটির জন্য আপনার সাথে চুক্তি করছে। আপনি প্রতিবর্তনের জন্য আউট সোর্স। আউটসোর্সিং করায় আপনাকে পেমেন্ট দিতে হবে, অন্যদিকে ফ্রিল্যান্সিং করায় আপনি পেমেন্ট পাবেন। আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কাজ দেওয়া নেওয়ার জন্য সাধারনত আমরা একই ফ্রিল্যান্সিং সাইটে কাজ ও ফ্রিল্যান্সার খুঁজি। অর্থাৎ আউটসোর্সিং সাইট এবং ফ্রিল্যান্সিং সাইট এর মাঝে পার্থক্য নেই।
ঠিকানা: শেখ ম্যানশন (২য় তলা) লন্ডন টাওয়ারের পাশের বিল্ডিং, শ্যামলী আ/এ, মাধবপুর, হবিগঞ্জ।